কারওয়ানবাজারে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:১৩ পিএম, ৪ মার্চ ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
রাজধানীর কারওয়ানবাজারে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (০৮ মার্চ) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম- রত্না আক্তার (৪০)। তার বাড়ি কিশোরগঞ্জ ভৈরব উপজেলার বাজিতপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে মাছের আড়তের সামনের সিগন্যালের পাশে আইল্যান্ডে দাঁড়িয়ে ছিলেন জেসমিন। এি সময় টঙ্গীগামী পারাবত এক্সপ্রেস নামে একটি ট্রেনে ঝুলিয়ে রাখা বাইসাইকেলের সঙ্গে ধাক্কা খান তিনি। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রবিন জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ ভৈরব উপজেলার বাজিতপুর গ্রাম। তারা দুইভাই। বাবার নাম লিটন মিয়া, তিনি বেঁচে নেই। তারা কারওয়ানবাজার মাছের আড়তের সামনে থাকেন। তার মায়ের মাথায় একটু সমস্যা ছিলো। তিনি মাছের আড়তেই কাজ করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ওই নারীর লাশ মর্গে রাখা হয়েছে।
-জেডসি
