চিকিৎসাসেবা দিতে চীন যেতে চান ডা. জেরিন
অনলাইন ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৪২ পিএম, ৫ মার্চ ২০২০ বৃহস্পতিবার
চিকিৎসাসেবা দিতে চীন যেতে চান ডা. জেরিন
করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহরে গিয়ে আক্রান্তদের সেবা করতে চান বাংলাদেশি চিকিৎসক জেরিন ইমাম। জেরিন এখন চীনের জিনান প্রদেশের শ্যানডং বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। তবে আপাতত তিনি বাংলাদেশেই আছেন। সম্প্রতি ঢাকায় চীন দূতাবাসে গিয়ে তিনি লিখিতভাবে এ আগ্রহের কথা কর্মকর্তাদের জানিয়েছেন।
চীন দূতাবাস মঙ্গলবার তাদের ফেসবুক পেজে জেরিন এবং তার চিঠির ছবি প্রকাশ করলে বিষয়টি আলোচনায় আসে। খবর বিডি নিউজের।
ঢাকায় চীন দূতাবাসের একজন কর্মকর্তা বুধবার জানান, জেরিন ইমাম উহান যাওয়ার ইচ্ছা জানিয়ে দূতাবাসে চিঠি নিয়ে এসেছিলেন। তবে এখন তিনি যেতে পারবেন কিনা সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে।
জানা গেছে, ডেন্টালে ডিগ্রি নেওয়ার পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যে স্নাতকোত্তর করেন ডা. জেরিন। তিনি বেশ কয়েক বছর ধরে জনস্বাস্থ্য বিষয়ে গবেষণা করছেন। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিেকল বিশ্ববিদ্যালয় ও বারডেমেও কাজ করেছেন তিনি। বাংলাদেশে কয়েক বছর আগে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নিয়ে শ্যানডং বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দলের নেতৃত্বে ছিলেন ডা. জেরিন।
চীনা বন্ধুদের উদ্দেশে তিনি লিখেন, ‘এই কঠিন পরিস্থিতিতে আমি শুধু এটাই বলতে চাই, কোনো কারণেই তোমরা একা নও। আমিও রয়েছি তোমাদের পাশে। আমি খুব সাধারণ একজন মানুষ, হয়তো খুব শক্তিশালীও নই। কিন্তু আমার সাহস আছে, আর আছে হৃদয়। তোমাদের বাঁচানোর জন্য এর সবকিছুই আমি দিতে পারি।’
