করোনা সন্দেহে সৌদি ফেরত দম্পতি হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:১৪ পিএম, ১০ মার্চ ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সৌদি আরব থেকে আসা এক বৃদ্ধ দম্পতিকে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই দম্পতির শ্বাসকষ্টজনিত সমস্যা আছে বলে জানা গেছে। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই দম্পতি সৌদি এয়ারলাইন্সযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসেন।
বিমানবন্দরে কর্মরত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, হেলথ কার্ডে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য কর্মকর্তারা জানতে পারেন, বিগত বেশ কিছুদিন ধরে তারা শ্বাসকষ্টে ভুগছেন। তারা সম্প্রতি সৌদিপ্রবাসী ছেলের কাছে বেড়াতে গিয়েছিলেন। তারা সৌদি যাওয়ার আগে তাদের ছেলে চাকরির সুবাদে চীন সফর করেছিলেন। সৌদি যাওয়ার পর থেকে তাদের শ্বাসকষ্ট বাড়তে থাকে। সেখানে চিকিৎসা নিলেও তারা সুস্থ হননি।
যেহেতু তার ছেলের চীন ভ্রমণের ইতিহাস রয়েছে তাই করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে সন্দেহে তাদের হাসপাতালে আইসোলেশনে রাখার জন্য পাঠানো হয়।
এর আগে সোমবারও ইতালি, স্পেন ও সিঙ্গাপুরফেরত ৩ জনকে করোনোভাইরাস সন্দেহে সরাসরি হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ইতোমধ্যে বাংলাদেশে করোনায় আক্রান্ত ৩ জন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ।
-জেডসি
