ঢাকা, বৃহস্পতিবার ২৮, মার্চ ২০২৪ ২৩:২৮:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এন্ট্রার্কটিকায় প্রাচীনকালের পেঙ্গুইনের ফসিল আবিষ্কার

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৭ পিএম, ১৪ মার্চ ২০২০ শনিবার

এন্ট্রার্কটিকায় প্রাচীনকালের পেঙ্গুইনের ফসিল আবিষ্কার

এন্ট্রার্কটিকায় প্রাচীনকালের পেঙ্গুইনের ফসিল আবিষ্কার

আর্জেন্টিনার গবেষকরা এন্ট্রার্কটিকার মারামবিও দ্বীপে ৪ কোটি ৩০ লাখ বছরের প্রাচীন পেঙ্গুইনের ডানার চামড়ার ফসিল আবিষ্কারের ঘোষণা দিয়েছেন।

ফসিলটি আবিষ্কার হয় ২০১৪ সালে একটি গবেষণা কার্যক্রম চলাকালে। এটির পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর গত শুক্রবার এই ঘোষণা দেয়া হয়েছে।

লা মাতানজা ন্যাশনাল ইউনিভার্সিটির বৈজ্ঞানিক উদ্ভাবনা প্রতিষ্ঠান আর্জেন্টাইন পালিওনটোলোজিস্ট ক্যারোলাইনাএ্যকোস্টা হসপিটালিস এই ফসিল নিয়ে লা প্লাটা মিউজিয়ামে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা চালায়।

তারা বলেন, ৫৬ থেকে ৩৪ মিলিয়ন বছর আগে এই পেঙ্গুইনরা এন্টার্কটিকায় বাস করতো।এ সময় এন্টার্কটিকা গাছপালা এবং প্রাণীবৈচিত্রে ভরপুর ছিল।