ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ১৩:৩১:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৩ দিনের জন্য বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৩ দিনের জন্য বন্ধ ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৩ দিনের জন্য বন্ধ ঘোষণা

সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে চবি কর্তৃপক্ষ। এ সময় ক্লাস-পরীক্ষাসহ সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া বুধবার দুপুর ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ৫২৪তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

পরে চবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় পরিস্থিতি বিবেচনায় ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে। এবং পরীক্ষাসমূহ সাময়িক স্থগিত করা হয়েছে। তবে চবি মেডিকেল সেন্টার ও করোনাভাইরাস গবেষণাকারীরা এ ছুটির আওতামুক্ত থাকবে।