ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ১৬:১৪:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিরাপত্তা চেয়ে কর্মবিরতিতে রামেক’র ইন্টার্ন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

নিরাপত্তা চেয়ে কর্মবিরতিতে রামেক’র ইন্টার্ন চিকিৎসকরা

নিরাপত্তা চেয়ে কর্মবিরতিতে রামেক’র ইন্টার্ন চিকিৎসকরা

করোনাভাইরাসের কারণে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতিতে গেছেন। আজ বৃহস্পতিবার ইন্টার্ন চিকিৎসক পরিষদের ডাকে সকাল ৮টা থেকে তারা কর্মবিরতিতে যান।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, চিকিৎসকদের জন্য ন্যূনতম নিরাপত্তার কোনো ব্যবস্থা না থাকায় তারা কর্মবিরতি পালন করছেন।

পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হাসান বলেন, হাসপাতালে ২০০ ইন্টার্ন চিকিৎসক আছেন। তাদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ব্যক্তিগত নিরাপত্তার কোনো ব্যবস্থা করেনি। হাঁচি-কাশিসহ সব ধরনের সংক্রমণ নিয়ে রোগীরা হাসপাতালে আসছেন। কিন্তু তাদের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

তিনি আরও বলেন, গতকাল তারা হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করেছেন। তাদের দাবি-দাওয়া শুনে পরিচালক বলেছেন, তিনি মন্ত্রণালয়ে কথা বলবেন। কিন্তু চিকিৎসাসেবা চালিয়ে নিতে হলে এই সমস্যার তাৎক্ষণিক সমাধান দরকার বলে তিনি মন্তব্য করেন।

তবে সরকারের পক্ষ থেকে চিকিৎসকদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য কোনো ধরনের ব্যবস্থা না থাকায় সকাল থেকেই অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

এ বিষয়ে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘আমি বিষয়টি মৌখিকভাবে শুনেছি। তারা পরিচালকের কাছে গিয়েছিলেন। পরিচালক তাদের জানিয়েছেন, এ বিষয়ে মন্ত্রণালয়ে কথা বলবেন তিনি। আশা করি মন্ত্রণালয় দ্রুতই ইন্টার্ন চিকিৎসকদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’