ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১৭:২৯:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঢাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ক্লাস পরীক্ষা বন্ধ করে দেয়ার পর এবার শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাবির সিন্ডিকেটের জরুরি সভায় ‌আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।এই খবর নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল ।

তিনি জানান, আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে আবাসিক হলগুলোতে অবস্থানকারী শিক্ষার্থীদের হল ছাড়ার জন্য বলা হয়েছে। এছাড়া করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবং শিক্ষার্থীদের সুরক্ষার বিষয় বিবেচনা করে ক্লাস পরীক্ষা বন্ধের সময়সীমাও ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে গত ১৬ মার্চ করোনাভাইরাসের কারণে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনে আগামী ১৮ মার্চ থেকে ২৮ মার্চ করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্যকে হল বন্ধের জন্য আহ্বান জানানো হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বৈঠকে বসেন সিন্ডিকেট সদস্যরা।

-জেডসি