ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১:১৮:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত ইতালিফেরত যুবক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈশ্বিক মহামারি ‍করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন চুয়াডাঙ্গার সাব্বির আহমেদ নামে এক যুবক। সম্প্রতি ইতালি থেকে দেশে এসেছেন তিনি। সাব্বির আলমডাঙ্গা থানাপাড়ার আশাদুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ওই যুবককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেখেই চিকিৎসা দেয়া হবে। তার পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বিদেশ ফেরত ব্যক্তিদের তাদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

আক্রান্ত যুবক গত ১২ই মার্চ ইতালি থেকে দেশে ফেরেন। ১৪ই মার্চ আসেন নিজ বাড়িতে। গত ১৬ই মার্চ সোমবার ওই যুবককে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়। ওই দিন সন্ধ্যায় তার স্বাস্থ্য পরীক্ষা করে আইইডিসিআর।

এছাড়া করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গার চার উপজেলায় বিদেশ ফেরত ১০৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সম্প্রতি ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফিরেছেন।

-জেডসি