ঢাকা, বৃহস্পতিবার ২৮, মার্চ ২০২৪ ২১:২৮:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শিবচর লকডাউন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৫ এএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাদারীপুরের শিবচর উপজেলার ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার এ ঘোষণা দেয় উপজেলা প্রশাসন।

মাদারীপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মাদারীপুরে দুপুর পর্যন্ত ২১২ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া দুই জনকে ঢাকার আইসোলেশনে রাখা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, করোনাভাইরাস প্রতিরোধে মাদারীপুর সদর হাসপাতালের নতুন ভবনে একশ শয্যা প্রস্তুত করা হয়েছে। সদর হাসপাতালের পুরাতন ভবনের দুটি কেবিনের চারটি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়া চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি করে বেড প্রস্তুত রাখা হয়েছে।

এরআগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এক জরুরি ব্রিফিংয়ে জানান, বাংলাদেশে ৫ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি আরো জানান, মাদারীপুরের শিবচর এবং ফরিদপুর এলাকায় বেশি করে করোনার রোগী পাওয়া গেছে। অবস্থার অবনতি ঘটলে আমরা লকডাউনের দিকে যাবো।

-জেডসি