ঢাবিতে ‘শিশু নির্যাতনবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৬:০৮ পিএম, ৩১ আগস্ট ২০১৫ সোমবার
ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত “শিশু নির্যাতনবিরোধী” বিতর্ক প্রতিযোগিতা ২০১৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হল। এবারের প্রতিপাদ্য হল- ‘আজকের শিশু আগামীর বাংলাদেশ, চির জাগরুক স্বপ্ন অনিঃশেষ’।
গত (৩০ আগস্ট) রোববার সন্ধ্যায় আর সি মজুমদার আর্টস মিলনায়তনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন এমপি এবং সম্মানিত অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন।
