ঢাকা, রবিবার ০৫, মে ২০২৪ ২০:৩৯:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০২ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার

দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪

দেশে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজন মারা গেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই নিয়ে এই ভাইরাসে দেশে দু‘জনের মৃত্যু হলো। এছাড়া আজ আরও চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করেছে আইইডিসিআর।

আজ শনিবার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

জাহেদ মালিক বলেন, ‘করোনায় বাংলাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট দুজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হলো।’

তিনি আরও বলেন, ‘আজ আরও চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করেছে আইইডিসিআর। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জন।’

এ ছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৫০ জন এবং হোম কোয়ারেন্টিনে ১৪ হাজার আছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মার্চের শুরু থেকে যারা বিদেশ থেকে এসেছেন, আত্মগোপনে থাকলেও তাদের কোয়ারেন্টিনে রাখা হবে।’

করোনার চিকিৎসায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট প্রস্তুত করা হচ্ছে বলেও জানান জাহিদ মালেক। তিনি আরও বলেন, ১০০ নতুন আইসিইউ স্থাপন করা হবে শিগগিরই। পর্যায়ক্রমে আরও ৪০০ আইসিইউ স্থাপন করা হবে।

প্রশিক্ষণের জন্য চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নার্সদের দেশে আনা হবে বলেও ব্রিফিংয়ে জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় বিয়েশাদিসহ ধর্মীয় ও সামাজিক জমায়েত বন্ধ রাখার আহ্বান জানান জাহিদ মালেক।