ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ৩:০২:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

১০ হাজার করোনা শনাক্তের কিট আসছে চীন থেকে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২১ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার

১০ হাজার করোনা শনাক্তের কিট আসছে চীন থেকে : পররাষ্ট্রমন্ত্রী

১০ হাজার করোনা শনাক্তের কিট আসছে চীন থেকে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানিয়েছেন, করোনাভাইরাস শনাক্ত করতে চীন থেকে ১০ হাজার কিট এবং ১০ হাজার প্রতিরোধক সরঞ্জাম আনা হচ্ছে।  যে কোনো সময় চার্টার্ড ফ্লাইটে এগুলো চলে আসবে বলেও জানান তিনি।   

আজ শনিবার দুপুরে রাষ্ট্রীয় ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

একে আব্দুল মোমেন বলেন, ‘চীনকে বলে রাখা হয়েছে।  ১০ হাজার কিটস ও ১০ হাজার প্রটেক্টিভ ইকুইপমেন্ট রেডি আছে। যে কোনো সময় চার্টার্ড ফ্লাইটে এগুলো চলে আসবে। কিছু বেসরকারি কোম্পানিও এগুলো আনার চেষ্টা করছে। প্রয়োজনে চার্টার্ড ফ্লাইটে সেগুলো নিয়ে আসবো।’

প্রবাসীদের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের যারা প্রবাসী আছেন, সজাগ হোন। দেশে আসা আপাতত পেছান। প্রতিটি দেশের সঙ্গে আলোচনা হয়েছে। যদি ভিসা শেষ হয়ে যায়, সেটা এক্সটেনশন করে দেবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এসেনশিয়াল সার্ভিস মানে পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারী, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাঠ পর্যায়ে যারা কাজ করেন, চিকিৎসক, নার্স, প্রত্যেকেরটাই এসেনশিয়াল সার্ভিস। তাদের ছুটি এ মুহূর্তে বন্ধ করে দিয়েছে সরকার।’