ঢাকা, মঙ্গলবার ৩০, এপ্রিল ২০২৪ ১১:১৭:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইতালিতে মৃত্যুর মিছিলে আরো ৭৯৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫২ এএম, ২২ মার্চ ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্কের মাত্রা এখন তুঙ্গে। আর তাই মহামারী আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন দেশ নিচ্ছে নানা রকম পদক্ষেপ। বিভিন্ন দেশের সরকার প্রধানরা রীতিমতো হিমশিম খাচ্ছেন এ ভাইরাসের সংক্রমণ মোকাবিলায়। বিশ্বের ১৮৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৫ জনে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগের দিনের চেয়ে শনিবার মৃত্যুর হার বেড়েছে ১৯ দশমিক ৬ শতাংশ, আগের দিন দেশটিতে মারা যায় ৬২৭ জন।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে ছয় হাজারের বেশি মানুষের, দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭৮ জনে।

নভেল করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ইতালির উত্তরাঞ্চলীয় লোম্বার্ডি এলাকা। সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৫১৫ জন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে তিন হাজার ৯৫ জনের।

-জেডসি