ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ৬:৪৪:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এক বছর স্থগিত হচ্ছে টোকিও অলিম্পিক

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে টোকিও অলিম্পিক এক বছরের জন্য স্থগিত হতে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য ডিক পন্ড। স্থানীয় সময় সোমবার বিকেলে তিনি এ ঘোষণা দেন।

আগামী ২৪ জুলাই থেকে জাপানের টোকিওতে আন্তর্জাতিক অলিম্পিকের এই আসর শুরু হওয়ার কথা ছিল।

“আইওসির তথ্যমতে, টোকিও অলিম্পিক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ডিক পন্ড বলেন, এগিয়ে যাওয়ার প্যারামিটারগুলো নির্ধারণ করা হয়নি। তবে এবারের গেমস ২৪ জুলাইয়ে হচ্ছে না, আমি এতটুকু জানি।”

সম্প্রতি করোনা ভাইরাস মহামারী আকার ধারন করায় কয়েকটি দেশ অলিম্পিকে অংশগ্রহণের বিষয়ে আপত্তি জানায়। এদের মধ্যে অস্ট্রেলিয়া এবং কানাডা জানায় তারা এবারে অলিম্পিকের আসরে অংশগ্রহণ করবে না। তবে ইতিমধ্যে আয়োজক দেশ হিসেবে জাপানের হাতে অলিল্পিক মশাল হস্তান্তর করা হয়েছে।

এ মাসের শুরুর দিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বেশ জোরের সঙ্গে জানিয়েছিলেন যে যথাসময়ে হবে অলিম্পিক। তবে সোমবার পার্লামেন্টে তিনি প্রথমবারের মতো জানান, আসরটি স্থগিত হতে পারে।

-জেডসি