ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১৫:২৬:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চট্টগ্রামে প্রথম করোনা রোগী, হাসপাতালের ২১ স্টাফ কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৭ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার

চট্টগ্রামে প্রথম করোনা রোগী, হাসপাতালের ২১ স্টাফ কোয়ারেন্টিনে

চট্টগ্রামে প্রথম করোনা রোগী, হাসপাতালের ২১ স্টাফ কোয়ারেন্টিনে

চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ৭০ বছর বয়সী ওই নারী সম্প্রতি সৌদি আরব থেকে ওমরা হজ শেষ করে কক্সবাজারের চকরিয়ায় ফেরেন। আজ মঙ্গলবার দুপুরে তার নমুনা পরীক্ষার ফলাফল পৌঁছলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ১০ জন চিকিৎসক, ৮ জন নার্স ও তিনজন ক্লিনারকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে।

জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত ওই নারী চকরিয়া উপজেলার খুটাখালী দক্ষিণ পাড়ার মরহুম রশিদ আহমদের স্ত্রী। তিনি সৌদি আরবে ওমরা হজ পালন শেষে ১৩ মার্চ দেশে ফিরেন। এরপর তিনি কক্সবাজার সদরের পশ্চিম পাহাড়তলির বাসা ও পরে চকরিয়ার খুটাখালীর বাড়িতে অবস্থান করেন।

গত বুধবার জ্বর, কাশি, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হন। গত রোববার করোনাভাইরাসের পরীক্ষা করার জন্য তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়। ওই নমুনা পরীক্ষার পর আজ তিনি করোনাভাইরাস আক্রান্ত বলে শনাক্ত হন।

ওই পরীক্ষার ফলাফল আজ দুপুরে কক্সবাজার হাসপাতালে পৌঁছানোর পর আক্রান্ত ব্যক্তিকে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকার করোনাভাইরাসের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়।

এ ছাড়া হাসপাতালের ২১ জন স্টাফকে কোয়ারেন্টিনে পাঠানোর সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শাহিন আবদুর রহমান চৌধুরী।