শাহাদাত ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৬:৫০ এএম, ৭ সেপ্টেম্বর ২০১৫ সোমবার
জাতীয় ক্রিকেট দলের পেস বোলার শাহাদাত হোসেনের বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে মারধর করে গুরুতর আহতাবস্থায় রাস্তায় ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। গৃহকর্মীর নাম মাহফুজা আক্তার হ্যাপী (১১)।
রোববার রাত ৮টার দিকে রাজধানীর কালশী থেকে পল্লবী থানা পুলিশ ওই গৃহকর্মীকে উদ্ধার করে। তবে বিকালে শাহাদাত মিরপুর থানায় তার বাসার কাজের মেয়ে হারিয়েছে বলে একটি সাধারণ ডায়েরি করেন। পল্লবী থানার এসআই আনোয়ার উইমেননিউজকে জানান, মেয়েটিকে গুরুতর আহতাবস্থায় রাস্তায় দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। ক্রিকেটার শাহাদাতই তাকে মারধর করেছে বলে মেয়েটি পুলিশকে জানিয়েছে।
এসআই আরো জানান, রবিবার বিকালে শাহাদাত হোসেন মিরপুর থানায় গিয়ে তার বাসার গৃহকর্মী হারিয়েছে বলে একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে রোববার রাতে ঐ গৃহকর্মীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয় বলে থানা সূত্র জানিয়েছে।
