ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ৩:০৩:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা: অস্ট্রিয়ায় আক্রান্ত ৬ হাজার, মৃত ৪২

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার

করোনা: অস্ট্রিয়ায় আক্রান্ত ৬ হাজার, মৃত ৪২

করোনা: অস্ট্রিয়ায় আক্রান্ত ৬ হাজার, মৃত ৪২

ইউরোপের দেশ অস্ট্রিয়াতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। আর মারা গেছে ৪২ জন। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করে।

অস্ট্রিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি তিরোল প্রদেশে। সেখানে এখন পর্যন্ত ১ হাজার ৫৯৩ জন আক্রান্ত হয়েছে। আর রাজধানী ভিয়েনাতে আক্রান্ত আছেন ৭৩৪ জন। গত কয়েকদিনে পুরো দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

দেশটির সরকার একদিনে ১৫ হাজার করোনা রোগীর পরীক্ষা করার ব্যবস্থা নিয়েছে। সরকারি একটি সূত্রের বরাত দিয়ে জানা যায়, অস্ট্রিয়ায় করোনো রোগী বৃদ্ধি পেলে আরও কঠোর অবস্থানে যাবে সরকার।

দেশটিতে জনসাধারনের ঘরের বাহিরে যাওয়ার উপর যে বিধিনিষেধ ছিল, তা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। নির্দেশনা মানতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির পুলিশ।