ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ২৩:২৬:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জয়পুরহাট মহিলা কলেজে ইভটিজিং ও মাদকবিরোধী সচেতনামূলক সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৭:০১ এএম, ৮ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার

শিক্ষার্থীদের ইভটিজিং মুক্ত থাকা ও মাদককে না বলার অঙ্গীকারের মধ্য দিয়ে জয়পুরহাট সরকারী মহিলা কলেজে সোমবার ইভটিজিং ও মাদকবিরোধীসচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়।

জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এই ইভটিজিং ও মাদকবিরোধী সভার আয়োজন করে। কলেজের চন্দ্রিমা হলরুমে অধ্যক্ষ খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম। কলেজের উপাধক্ষ্য জয়নাল আবেদিন, অধ্যাপক ড. মাহমুদুল আলা, সহকারি পুলিশ সুপার অশোক কুমার পাল, শিক্ষার্থীদের মধ্যে রমনা পারভীন, শামীমা সুলতানা, ও তাইয়েবা খাতুন মাদকের কুফল সম্পর্কে বক্তব্য রাখেন।

ইভটিজিং ও মাদকবিরোধী এই সভায় কলেজের শতশত ছাত্রী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা ইভটিজিং মুক্ত থাকা ও মাদককে না বলার অঙ্গীকার করেন সভায়। অনুষ্ঠানে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে ছাত্র ছাত্রীদের মাঝে মাদক বিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।