ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ১৬:১১:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় ইতালিতে ১ দিনে মারা গেছে ৯ শো`র বেশি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ২৮ মার্চ ২০২০ শনিবার

করোনায় ইতালিতে একদিনে মারা গেছে ৯ শো`র বেশি

করোনায় ইতালিতে একদিনে মারা গেছে ৯ শো`র বেশি

ইতালিতে করোনাভাইরাসে একদিনে রেকর্ড ৯১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,১৩৪ জনে।

ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ ইতালিতে প্রায় সবকিছু বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে।

শুক্রবার ইতালির কর্তৃপক্ষ জানিয়েছিল, চলাফেরা এবং স্বাভাবিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা ৩ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

ইতালির উত্তরাঞ্চলীয় এলাকা লোমবার্দিতে, যেটি দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা, এই লোমবার্দিতে কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা ব্যাপক হারে বেড়েছে।

যদিও বৃহস্পতিবার মৃত্যুর সংখ্যা আগেরদিনের চেয়ে কমে যাওয়ায় আশা করা হচ্ছিল যে ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসা শুরু হয়েছে।

ইতালিতে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫,৯৫৯ জনের মধ্যে।

দেশটির অপেক্ষাকৃত দরিদ্র দক্ষিণাঞ্চলীয় এলাকায় ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আশঙ্কা আরও বাড়ছে।

নেপলসের কাছের বৃহস্পতিবার ক্যাম্পানিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ভিনসেনজো ডে লুকা বলেন কেন্দ্রীয় সরকার ভেন্টিলেটরসহ গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী উপাদান সরবরাহ করার আশ্বাস দিলেও তারা এখনও তা দেয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস ঘেব্রেয়েসাস কিছুদিন আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা উপকরণের 'বৈশ্বিক ঘাটতি' দেখা দিতে পারে।

যা হবে জীবন বাঁচানোর সক্ষমতার ক্ষেত্রে 'সবচেয়ে ভয়াবহ হুমকি'গুলোর একটি।