ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১৩:৪২:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ট্রাম্পের উদাসীনতায় প্রাণ যাচ্ছে মার্কিন জনগণের: পেলোসি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৯ এএম, ৩০ মার্চ ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মাকিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে অস্বীকার করার চেষ্টা করেছেন এবং তার এই উদাসীনতার কারণে ব্যাপক হারে মানুষ এই ভাইরাসের আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।

রবিবার ওয়াশিংটনে এক বক্তৃতায় তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস শনাক্তকরণে যত ব্যাপক আকারে পরীক্ষা করা দরকার তা করা হচ্ছে না। এখনো ট্রাম্প প্রশাসন করোনায় আক্রান্ত হয়ে ব্যাপকভাবে মারা পড়া এলাকাগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।

যুক্তরাষ্ট্রে রবিবার পর্যন্ত এক লাখ ৪১ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে দুই হাজার ৪৭১ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, করোনাভাইারাসের প্রাদুর্ভাব এবং মৃতের সংখ্যার দিক দিয়ে অচিরেই যুক্তরাষ্ট্র অন্য সব দেশকে ছাড়িয়ে যাবে।

-জেডসি