ঢাকা, সোমবার ২৯, এপ্রিল ২০২৪ ১১:৩৬:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ফিলিপাইনে মেডিকেল মিশনের বিমান বিধ্বস্ত, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০১ পিএম, ৩০ মার্চ ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছে। দেশটির লায়নএয়ারের ওই বিমানটি একটি মেডিকেল মিশনে জাপানের রাজধানী টোকিও যাচ্ছিল। কিন্তু মেইন রানওয়ের একেবারে শেষ প্রান্তে যাওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। এতে বিমানে থাকা একজন আমেরিকান ও একজন কানাডিয়ানসহ আরোহী আটজনেরই মৃত্যু হয়। খবর এবিসি নিউজের।

ম্যানিলার অ্যাকুইনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের (এনএআইএ) ম্যানেজার এড মনরিয়েল বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিমানের কোনও আরোহী বেঁচে নেই। ওই বিমানটি করোনাভাইরাস সংশ্লিষ্ট কোনো মেডিকেল মিশনের সঙ্গে জড়িত ছিল কিনা তা নিশ্চিত করেনি লায়নএয়ার।

তিনি আরো বলেন, ওই বিমানে একজন ফ্লাইট মেডিক, নার্স, ডাক্তার, তিনজন ক্রু, একজন রোগী এবং তার একজন সঙ্গী ছিলেন।

উল্লেখ্য, ফিলিপাইনের লায়নএয়ার ‘হেলিকপ্টার ও জেট সার্ভিস’ সরবরাহ করে থাকে। এমনকি এশিয়া প্যাসিফিকজুড়ে এয়ার অ্যাম্বুলেন্স সেবাও দেয় এই বিমান সংস্থাটি।

-জেডসি