ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১৬:৩৯:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় বিশ্বব্যাপী প্রাণহানি প্রায় ৩৮ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪২ এএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনাভাইরাসে মৃত্যুর সারিতে প্রতিদিন যোগ হচ্ছে হাজার হাজার নাম। এখন পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে প্রায় আটত্রিশ হাজার মানুষের। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে সাত লাখ ৮৫ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৫ হাজার মানুষ। বর্তমান পরিস্থিতির আলোকে এটা নিশ্চিত যে সামনে যুক্তরাষ্ট্রের জন্য মহাবিপদ অপেক্ষা করে আছে। কেননা একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে এখন আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৪ হাজারের বেশি। যা ভাইরাসের উৎপত্তিস্থল চীনেরও দ্বিগুন। সোমবার পেন্টাগনেও করোনার সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে। নিউ জার্সি আর্মির ওই সদস্য ২১ মার্চ থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট তার দেশের নাগরিকদের সামাজিক দূরত্ব রক্ষা নিশ্চিত করা এবং ১০ এর অধিক ব্যক্তির জমায়েতের ক্ষেত্রে নিরুৎসাহিত করছেন। এবিষয়ে একটি গাইডলাইন জারি করে পুরো এপ্রিল মাস পর্যন্ত তা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে, ইউরোপের দেশ ইতালিতে প্রাণহানি আকাশচুম্বী হলেও গত দু’সপ্তাহ ধরে সংক্রমণের গতি করেছে অনেকটা। যদিও দেশটিতে সোমবার দেশটিতে ৮১২ জন মারা গেছেন। একই চিত্র স্পেনেরও সেখানে আটশতাধিক মানুষ প্রাণ হারিয়েছে এই মারণব্যাধিতে।

অনদিকে, চীনে অভ্যন্তরীণ সংক্রমণের হার শূণ্যের কোঠায়। সোমবার দেশটিতে নতুন ৪৮ জন শণাক্ত হয়েছেন ঠিকই তারা সবাই বিদেশ ফেরত। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইন্দোনেশিয়ায় রাজনৈতিক মামলায় জেলে বন্দি ব্যক্তিদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে হিউম্যানর রাইটস ওয়াচ।

-জেডসি