ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১০:০৯:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা: অস্ট্রেলিয়ায় ৬০টি পত্রিকা বন্ধের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৪ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার

করোনা: অস্ট্রেলিয়ার ৬০টি পত্রিকা বন্ধের সিদ্ধান্ত

করোনা: অস্ট্রেলিয়ার ৬০টি পত্রিকা বন্ধের সিদ্ধান্ত

করোনা মহামারীর কারণে অস্ট্রেলিয়ার ৬০টি পত্রিকার প্রিন্ট বন্ধ করে অনলাইনে চালানোর সিদ্ধান্ত হয়েছে। রুপার্ট মারডকের অস্ট্রেলিয়ান মিডিয়া গ্রুপ নিউজ কর্পোরেশন আজ বুধবার বলেছে, তারা আঞ্চলিক ৬০টি সংবাদপত্রের ছাপা বন্ধ করে দেবে। কোভিড-১৯ পরিস্থিতির ক্রমাবনতিতে এই খাত নতুন সংকটের মুখে পড়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিউজ কর্পোরেশন জানায়, নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড এবং সাউথ অস্ট্রেলিয়ার পত্রিকাগুলো ছাপা সংস্করণ বন্ধ করে অনলাইনে যাবে।

অস্ট্রেলিয়ায় নিউজ কর্পোরেশনের নির্বাহী চেয়ারম্যান মিশেল মিলার অস্ট্রেলিয়ায় গ্রুপের পত্রিকাগুলোর নাম উল্লেখ করে বলেন, ‘এই সিদ্ধান্ত আমরা হালকাভাবে নেইনি।’

তিনি বলেন, ‘করোনাভাইরাস অর্থনীতির ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টি করেছে। আমরা যথাসম্ভব অনেক চাকরি রক্ষায় সবকিছুই করবো।’

তিনি আরও বলেন, করোনাভাইরাসে জরুরি পরিস্থিতির কারণে রিয়াল স্টেট অ্যাকশন ও তদারকি এবং বিভিন্ন রেস্তোরা ও ভেনু বন্ধ করে দেয়ায় বিজ্ঞাপনের আয় কমে যাওয়ায় আমাদের কমিউনিটি প্রিন্টিং এডিসন স্থগিত করা হয়েছে।

জানা গেছে, করোনা মহামারি শুরুর আগেই অস্ট্রেলিয়ান অনেক মিডিয়া গ্রুপ প্রিন্ট সংস্করণ বন্ধ করে অনলাইনে চলে গেছে।