ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১৪:৫৯:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

৩ শতাধিক জাপানি নাগরিক ঢাকা ছাড়বে কাল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৫ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার

৩ শতাধিক জাপানি নাগরিক ঢাকা ছাড়বে কাল

৩ শতাধিক জাপানি নাগরিক ঢাকা ছাড়বে কাল

কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে ঢাকাূয় আটকে পড়া ৩ শতাধিক জাপানি নাগরিক আগামীকাল বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে।

বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন আজ সামাজিক গণমাধ্যমে সংবাদিকদের জানান, জাপানি নাগরিকদের বহনকারী বোয়িং-৭৭৭ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগামীকাল সকাল ১০টায় জাপানের নারিতা বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।

বিমান সূত্র জানায়, এখানকার জাপানি দূতাবাস বাংলাদেশ সরকারের মাধ্যমে বিমানটি ভাড়া করার অনুমোতি নিয়েছে।

এছাড়া, গত সোমবার ২৬৯ জন মার্কিন নাগরিক কাতার এয়ারওয়েজের একটি বিশেষ বিমানে করে ঢাকা থেকে যুক্তরাষ্ট্র চলে গেছে। এর আগে, ২২৫ জন মালয়েশিয়ান এবং ১৩৯ জন ভুটানের নাগরিক তাদের নিজস্ব পছন্দ অনুযায়ী চার্টার্ড বিমানে ঢাকা ছেড়ে গেছেন।

প্রাণঘাতি ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিয়মিত বিমান যোগাযোগ বিশ্বব্যাপী প্রায় স্থগিত হওয়ায় বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে।