ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ১০:৫৮:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় নতুন করে শনাক্ত দুইজন, আক্রান্ত বেড়ে ৫৬

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪০ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে নতুন করে দুইজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধদিপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আক্রান্তদের দুইজনই পুরুষ। এই নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৬ জনে দাঁড়ালো।

আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর এই তথ্য জানায়।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসের পরিচালক ডা. হাবিবুর রহমান বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে দুইজনের শরীরে করোনাভাইরাস আছে বলে শনাক্ত হয়েছে। ফলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। নতুন কেউ মারা যায়নি।

করোনাভাইরাসে বিশ্বের ২০৩টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত সাড়ে ৯ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪৭ হাজার ২৪৯ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এখন পর্যন্ত মারা গেছেন ছয়জন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৬ জন।

-জেডসি