ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১৯:৫৭:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইকুয়েডরে করোনা: রাস্তা থেকে ১৫০ লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১০ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার

ইকুয়েডরে করোনা: রাস্তা থেকে ১৫০ লাশ উদ্ধার

ইকুয়েডরে করোনা: রাস্তা থেকে ১৫০ লাশ উদ্ধার

ইকুয়েডরের সেনা ও পুলিশ দেশটির বন্দর নগরী গুয়াকুইলের রাস্তা ও বাসা-বাড়ি থেকে করোনা আক্রান্ত ১৫০ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

সরকার সতর্ক করে দিয়ে বলেছে, আগামী মাসগুলোতে নগরী ও আশপাশের এলাকায় ৩,৫০০-এর বেশি লোক মারা যাওয়ার আশঙ্কা রয়েছে।

ইকুয়েডরের দ্বিতীয় বৃহত্তম নগরী গুয়াকুইলের বাসিন্দারা এরআগে সামাজিক মাধ্যমে রাস্তায় পড়ে থাকা মৃতদেহের ভিডিও প্রকাশ করে।

অনেকে তাদের বাড়ি থেকে মৃতদেহ সরিয়ে নেয়ার জন্য কর্তৃপক্ষকে বার্তা পাঠায়। কর্তৃপক্ষ মৃতদেহ থেকে দূরে থাকার নির্দেশনা দেয়ার বাড়িতে মারা যাওয়া মৃতদেহ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।

সরকারের মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে মৃতদেহ থেকে দূরে থাকার বার্তা সম্প্রচারের জন্য ক্ষমা চেয়েছেন।

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে করোনাভাইরাস মহামারী ভয়ঙ্কর হয়ে উঠেছে। দেশটিতে মোট ৩,১৬০ জন আক্রান্ত এবং বৃহস্পতিবার ভোর পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে।