ঢাকা, সোমবার ০৬, মে ২০২৪ ১৮:৩৫:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মৃত্যুপুরী যুক্তরাষ্ট্র; একদিনে ১২০০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৫ এএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে ঝড়ের গতিতে বাড়ছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই এক একটি জীবন পরিণত হচ্ছে সংখ্যায়।দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২০০ জনের। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এই তথ্য জানিয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ। এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ হাজার ৬১৮ জনের। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৮৩০ জন।

এর আগেই হৃদয়বিদারক সপ্তাহ আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনার আক্রমণে আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে মৃত্যুমিছিলের আশঙ্কা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প জানান, সামনের ২ সপ্তাহ আমাদের কাছে খুবই যন্ত্রণদায়ক হতে চলেছে৷ আমাদের শক্তির পরীক্ষা হবে। পরিস্থিতির মোকাবিলার সবরকম চেষ্টা হবে।

মার্কিন প্রশাসনের আশঙ্কা, করোনায় যুক্তরাষ্ট্রে এক লক্ষ থেকে আড়াই লক্ষ পর্যন্ত মানুষের মৃত্যু হতে পারে। সেই আশঙ্কা থেকেই ১ লক্ষ করোনা আক্রান্ত মৃতদেহ বহনকারী ব্যাগ কিনছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষ দপ্তর পেন্টাগন সূত্র এমন তথ্য জানিয়েছে।

-জেডসি