ঢাকা, শুক্রবার ০৩, মে ২০২৪ ১৮:১০:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মানুষের পর এবার করোনায় আক্রান্ত বাঘ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৫ এএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে মৃত্যুমিছিল দীর্ঘ হচ্ছে। আক্রান্তের সংখ্যা যেমন হু হু করে বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।সোমবার সকাল পর্যন্ত পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, একদিনে করোনায় মৃতের সংখ্যা প্রায় পাঁচ হাজার। এছাড়া একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭০ হাজারেরও বেশি মানুষ।করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৪৫৬ জনে এবং আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৭৩ হাজার ৭০৯ জন। অপরদিকে ২ লাখ ৬২ হাজার ৪৮২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

করোনা আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, ফ্রান্স ইত্যাদি পৃথিবীর সব থেকে উন্নত দেশের মানুষেরাও জীবাণু বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারেননি ৷

এবার পশুদের মধ্যেও করোনা ছড়িয়ে পড়েছে ৷ যুক্তরাষ্ট্রে এমন ঘটনা দেখা গেছে ব্রোনক্স চিড়িয়াখানায় ৬টি সিংহ ও বাঘের শরীরে কোভিড-১৯-এর উপসর্গ লক্ষ্য করা গিয়েছে ৷ তবে একটি বাঘের শরীরে করোনা ধরা পড়েছে, যার অর্থ সামনের দিন আরো কঠিন থেকে কঠিনতর হতে চলেছে ৷

আক্রান্ত বাঘ ও সিংহদের শরীরে করোনার উপসর্গ দেখা গিয়েছে ৷ জানতে পারা গিয়েছে চিড়িয়াখানায় কর্মরত এক কর্মীর থেকেই এই রোগ ছড়িয়ে পড়েছে৷ এটাই পৃথিবীর মধ্যে প্রথম প্রাণী যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৷ ফের আরো একবার শিরোনামে উঠেছে যুক্তরাষ্ট্র ৷সূত্র : নিউজ১৮

-জেডসি