ঢাকা, রবিবার ২৮, এপ্রিল ২০২৪ ৫:৫৫:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে মৃত্যু ১০০ ছাড়াল, আক্রান্ত ৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার

ভারতে মৃত্যু ১০০ ছাড়াল, আক্রান্ত ৪ হাজার

ভারতে মৃত্যু ১০০ ছাড়াল, আক্রান্ত ৪ হাজার

প্রতিবেশি রাষ্ট্র ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা একশো ছাড়িয়ে গেল। ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১০৯। গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৩২ জনের।

অন্য দিকে, করোনা আক্রান্তের সংখ্যাও এক লাফে ৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য  মন্ত্রনালয়ের রিপোর্ট অনুযায়ী, এখন  পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪০৬৭। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন। যা এক দিনে সর্বোচ্চ। সোমবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯০ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯১ জন।  

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের হিসেব অনুযায়ী, পশ্চিমবঙ্গে  এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮০। মৃতের সংখ্যা ৩। সুস্থ হয়েছেন ১০ জন।

আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৯০। গত ১৫ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এই রাজ্যে। নতুন আক্রান্তের সংখ্যা ২০০। মৃত্যুর নিরিখেও শীর্ষস্থানে মহারাষ্ট্র। সেখানে মৃত্যু হয়েছে ৪৫ জনের।

আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। ৫৭১ জন আক্রান্ত হয়েছেন এই রাজ্যে। মৃত্যু হয়েছে ৫ জনের। আক্রান্তের সংখ্যায় তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। এখানে মোট আক্রান্ত ৫০৩ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং দিল্লির পর রয়েছে, তেলঙ্গানা (৩২১), তার পর কেরালা (৩১৪), রাজস্থান (২৫৩), উত্তরপ্রদেশ (২২৭), মধ্যপ্রদেশ (১৬৫), কর্নাটক (১৫১), গুজরাট (১২২)।