ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ১:১১:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিলেট: আইসোলেশনে চিকিৎসাধীন বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ৭ এপ্রিল ২০২০ মঙ্গলবার

সিলেট: আইসোলেশনে চিকিৎসাধীন বৃদ্ধার মৃত্যু

সিলেট: আইসোলেশনে চিকিৎসাধীন বৃদ্ধার মৃত্যু

সিলেটে করোনাভাইরাসের পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধা (৭৯) মারা গেছেন।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাত সাড়ে ৯টায় ওই নারী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি শ্বাসকষ্ট, কিডনি ও ডায়াবেটিকস রোগে ভুগছিলেন।

স্বজনদের কাছে ওই নারীর মরদেহটি হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত এমন কোনো উপসর্গ না থাকায় তার মরদেহ আমরা পরিবারের কাছে হস্তান্তর করেছি। এছাড়াও আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তিনিও রোগীর বিস্তারিত শোনার পর করোনায় আক্রান্ত নন বলেই আমাদের নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, এর আগে ওই নারী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে সোমবার দুপুরে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।