ঢাকা, মঙ্গলবার ২৩, এপ্রিল ২০২৪ ২০:৩৬:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানীতে দুইশর বেশি বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৩ পিএম, ৭ এপ্রিল ২০২০ মঙ্গলবার

রাজধানীতে দুইশর বেশি বাড়ি লকডাউন

রাজধানীতে দুইশর বেশি বাড়ি লকডাউন

ঘাতকব্যাধি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায়  রাজধানী ঢাকার অন্তত ২০০ বাড়ি লকডাউন করা হয়েছে। অন্যদের মধ্যে এ রোগ সংক্রমণ রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার জানান, বিকাল ৫টা থেকে পুরান ঢাকার খাজা দেওয়ান লেনের প্রথম ও দ্বিতীয় লেনের ১৫০ থেকে ২০০ বাড়ি লকডাউন করা হয়েছে।

পাশাপাশি গুলশান, বাড্ডা, নিকুঞ্জ ও বসুন্ধরা আবাসিক এলাকায় আরও চার বাড়ি লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপি গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।

প্রসঙ্গত, আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে এবং ৪১ জন আক্রান্ত হয়েছেন।