ঢাকা, বুধবার ০১, মে ২০২৪ ১০:৫৭:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনার উপসর্গ নিয়ে গাজীপুরে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় ঠান্ডা, সর্দি, জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কাপাসিয়া উপজেলার টক ইউনিয়নের উলুসারা গ্রামের বাসিন্দা ছিলেন।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম জানান, ওই যুবক নারায়ণগঞ্জে ফার্মেসিতে কাজ করতেন। ২১ দিন আগে তিনি বাড়িতে জ্বর, সর্দি কাশি ইত্যাদি উপসর্গ নিয়ে বাড়িতে আসেন। গত মঙ্গলবার রাত একটার দিকে তার মৃত্যু হয়। তবে তার শ্বাসকষ্ট ছিল না যদি শ্বাসকষ্ট থাকত তাহলে সে তো হাসপাতালেই আসতেন। তিনি আরো জানান, ওই যুবকের দাফন করোনা আক্রান্ত রোগীর মতোই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী করা হবে।

এ ব্যাপারে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা বলেন, নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। ৭২ ঘণ্টা পর রিপোর্ট আসলে বলা যাবে এলাকা লকডাউন করা হবে কী না। তবে এ মুহূর্তে নিহতের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে পরিবারকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

-জেডসি