ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ৯:০৯:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা রোগী শনাক্ত: রাজধানীতে বস্তি লকডাউন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার

করোনা রোগী শনাক্ত: রাজধানীতে বস্তি লকডাউন

করোনা রোগী শনাক্ত: রাজধানীতে বস্তি লকডাউন

রাজধানীর শের-ই-বাংলা নগরে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাওয়ায় আজ বুধবার একটি বস্তি লকডাউন করে দেয়া হয়েছে।

শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম জানান, মোতাহারের বস্তিতে থাকা এক ব্যক্তির দেহে আজ করোনা শনাক্ত হয়েছে। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের অস্থায়ী কর্মী।

বস্তিটিতে প্রায় ৩০০ থেকে ৩৫০ পরিবার রয়েছে। তাদের বিকাল ৫টার দিকে লকডাউন করে দেয়া হয়েছে বলে জানান ওসি।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন মারা গেছেন। যার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।

সেই সাথে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ ব্যক্তির কোভিড-১৯ শনাক্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা ২১৮ জন হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।