ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১০:৫২ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৫ বৃহস্পতিবার
টিউশন ফি থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবি ও আন্দোলনরত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি চলছে। রাজধানীর রামপুরা, ধানমন্ডি,বানানীসহ বেশ কয়েকটি এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পূর্ব ঘোষনা দিয়ে সকাল ১০টার পর থেকে রাস্তায় নেমে আসে তারা। গতকালের মতো আজও ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল। নো ভ্যাট অন এডুকেশনের মুখপাত্র ফারুক আহমাদ আরিফ উইমেননিউজকে বলেন, ‘নো ভ্যাট অন এডুকেশন’-এর ব্যানারে আজ ঢাকার ৬টি স্থানে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। ধানমন্ডি ২৭ নম্বরে চক্ষু হাসপাতালের সামনে, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে, বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান ফটকের সামনে, বনানী, মহাখালী ও উত্তরা হাউস বিল্ডিংয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করবেন। এর মধ্যে ধানমন্ডি ২৭ নম্বর, রাপা প্লাজা, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে, বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান ফটকের সামনে ও চট্টগ্রাম নগরীর জিইসি মোড়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। অন্যান্য স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পুলিশ ঘিরে রেখেছে।
তিনি বলেন, শিক্ষার উপর আরোপিত ভ্যাট প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করায় রাজধানীর সড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। ভ্যাট প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা বলছেন শিক্ষার্থীরা। ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গতকাল বুধবার পুলিশের হামলায় শিক্ষকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল রাজধানীর আফতাবনগরে বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর এ হামলার ঘটনা ঘটে।
