ঢাকা, শনিবার ২৭, এপ্রিল ২০২৪ ৯:২০:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চাঁদপুর জেলা লকডাউন

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

চাঁদপুর জেলা লকডাউন

চাঁদপুর জেলা লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাঁদপুর লকডাউনে থাকবে। ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চাঁদপুর লকডাউন থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান।

তিনি বলেন, ‘জনস্বার্থে চাঁদপুর জেলাকে লকডাউন করা হয়েছে। এখন থেকে জেলা থেকে কেউ বের হতে কিংবা কেউ জেলায় ঢুকতে পারবেন না। আজ সন্ধ্যা ৭টা থেকে এই জেলায় সবার আগমন ও বহির্গমন নিষিদ্ধ। এই আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেবে জেলা প্রশাসন।’

এর আগে গত বুধবার জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে এক তরুণীসহ তিনজন ভর্তি হন। ইতোমধ্যে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।