ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১৭:০২:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভাষা সৈনিক ড. সুফিয়া আহমেদ আর নেই

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৯ এএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

ড. সুফিয়া আহমেদ

ড. সুফিয়া আহমেদ

দেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক ও ভাষা সৈনিক ড. সুফিয়া আহমেদ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭।

সুফিয়া আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিচারপতি মোহাম্মদ ইব্রাহিমের কন্যা এবং প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের স্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক অধ্যাপক সুফিয়া আহমেদ একুশে পদকসহ নানা পুরস্কারে ভূষিত।

’৫২’র ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী সুফিয়া আহমেদ মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।