ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ৩:২৭:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কোলকাতা থেকে ৩৮ বাংলাদেশী আজ দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৩ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

কোলকাতা থেকে ৩৮ বাংলাদেশী আজ দেশে ফিরেছেন

কোলকাতা থেকে ৩৮ বাংলাদেশী আজ দেশে ফিরেছেন

কোলকাতায় আটকে পড়া ৩৮ জন বাংলাদেশী নাগরিক আজ শুক্রবার দেশে ফিরেছেন। এ নিয়ে গত আট দিনে ৩ শ ৯৮ জন আটকে পড়া বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী ভারতের পেট্রোপোল ও বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে।

কোলকাতা উপ-হাইকমিশনের কন্স্যুলার বশির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এদের বেশীরভাগকেই স্থানীয় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ভারত সরকরের অনুমোদন সাপেক্ষে তারা নিজ দায়িত্বে ফিরেছেন। কোলকাতা উপ-হাইকমিশন এ ব্যাপারে সব ধরণের সহায়তা দিয়েছে।

ফিরে যাওয়া বাংলাদেশী নাগরিকদের নিরাপদে থাকার জন্য বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে বিশেষ ব্যাবস্থায় একটি কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে। ভারত থেকে যারা ফিরছেন তাদের সবাইকে এই সেন্টারে রাখার ব্যাবস্থা করা হয়েছে। সেই ভিত্তিতে গত সাত দিনের ফেরা বেশিরভাগকেই স্থানীয় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

তবে আজ শুক্রবার ফেরা ৩৮ জনকে বেনাপোলের কোয়ারেন্টাইনে স্থান সংকুলান না হওয়ায় যশোরের ঝিকরগাছার গাজির দরগাহ মাদ্রাসার কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে।