ঢাকার কাঁচাবাজার-সুপারশপ খোলা থাকবে বিকাল ৫টা পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:১৪ পিএম, ১২ এপ্রিল ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
ঢাকার বিভিন্ন কাঁচাবাজার ও সুপারশপগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বিভিন্ন পাড়া ও মহল্লার মুদি দোকানও প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান এবং জরুরি সেবাগুলো এ নির্দেশের আওতায় থাকবে না।
করোনাভাইরাস প্রতিরোধে ডিএমপি রাজধানীবাসীর সহযোগিতা চেয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, সন্ধ্যা সাড়ে ৬টার পর জনগণকে বাইরে বের না হওয়ার জন্য সরকারি নির্দেশনার পরে ডিএমপি তাদের এ সময়সূচি পুনর্নির্ধারণ করেছে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার ঢাকা মহানগরীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং মুদি দোকান ও ছোট দোকানপাট দুপুর ২টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয় ডিএমপি।
-জেডসি
