ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ২৩:২৭:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বকেয়া বেতনের দাবিতে আজও রাস্তায় পোশাক শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩২ পিএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের ঝুঁকি মাথায় নিয়ে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমেছেন পোশাক শ্রমিকার। সরকার ঘোষিত ‘লকডাউন’ ভেঙে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে রাজধানীর উত্তরার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে বিক্ষোভ করছেন। এতে জরুরি সেবাদানকারী যানবাহন আটকা পড়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে বিভিন্ন কারখানা সামনে বিক্ষোভ শেষে রাস্তা অবরোধ করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন না দিয়েই গার্মেন্টস বন্ধ ঘোষণা করেন। সকালে খবর পেয়ে ওই কারখানার শ্রমিকরা প্রধান ফটকে এসে বিক্ষোভ শুরু করে। প্রায় দুই ঘণ্টা বিক্ষোভের পর পুলিশ কারখানার সামনে থেকে শ্রমিকদের সরিয়ে দিলে তারা রাস্তায় নেমে আসেন। কিন্তু মালিকপক্ষের কোনো সাড়া না পাওয়ায় এখনো রাস্তাতেই আন্দোলন করছেন বিক্ষুব্ধরা।

-জেডসি