ঢাকা, বুধবার ২৪, এপ্রিল ২০২৪ ১৪:০৭:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা যুদ্ধের সৈনিকদের কুর্নিশ জানালো গুগল

ডেস্ক রিপোর্ট

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৮ এএম, ১৯ এপ্রিল ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বের প্রায় ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এই মহামারির সময়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই এগিয়ে এসেছেন মানব সভ্যতাকে বাঁচাতে। দুর্দিনে অতন্দ্র প্রহররীর মতো জেগে থেকে কাজ করে যচ্ছেন তারা। তাই তাদের প্রতি সম্মান জানিয়ে ডুডল সিরিজ প্রকাশ করছে গুগল।

সেখানে তারা এর আগে সামনে এনেছিল চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের। এবারের সিরিজে তারা সামনে আনল বাকি করোনা সৈনিকদের। যারা নীরবে নিরলস পরিশ্রম করেছেন রাতদিন।

গুগল জানিয়েছে, সমস্ত সৈনিকদের ধন্যবাদ জানার সবচেয়ে ভালো উপায় ঘরে বসে থাকা। এক অন্ধকার যুগ আমরা পেরিয়ে যাব।

ডুডলে খাদ্য পরিষেবা, কৃষিকাজ, মুদিখানা এবং গবেষকদের কথা তুলে ধরা হয়েছে। আগামী সপ্তাহ পর্যন্ত এই সিরিজ চলবে বলে জানিয়েছে গুগল।

গুগল লিখেছে, কোভিড -১৯ বিশ্বব্যাপী মানব সম্প্রদায়ের উপর যেমন প্রভাব ফেলছে, লোকেরা একে অপরকে এখনকার চেয়ে আরও বেশি পরিমাণে সাহায্য করতে এগিয়ে আসছে। তাই যারা আমাদের প্রাণ বাঁচাচ্ছেন তাদের নতুন করে চিনতে, জানতে ও সম্মান জানাতে একটি ডুডল সিরিজ চালু করছি। এই সিরিজটি চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, সমাজকর্মী এবং যারা প্রয়োজনীয় জিনিসপত্র এবং পরিষেবা দিচ্ছেন তাদের সম্মান জানাবে।

-জেডসি