জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ জাহেদা আলী আর নেই
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:২৮ পিএম, ১ মে ২০২০ শুক্রবার
জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ (১৯৭৯) কাজী জাহেদা আলী খান
পঞ্চাশ-ষাট দশকের মাঠ কাঁপানো অ্যাথলেট জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ (১৯৭৯) কাজী জাহেদা আলী খান বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
বেশ কিছুদিন ধরে তিনি ডায়াবেটিক ও কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। গতকাল বাদ জোহর মরহুমাকে বনানী'র সেনা বাহিনী কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি তিন মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন ।
দু'বছর আগে জাহেদা আলীর স্বামী মৃত্যুবরণ করেন।
দেশ বরেণ্য ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক কাজী আবদুল আলীমের ছোট বোন কাজী জাহেদা আলী খান। জাহেদা আলীরা তিন বোনই জাতীয় পর্যায়ের খেলোয়াড় ছিলেন। তার আরেক বোন কাজী নাসিমা হামিদও জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ( ১৯৯৬ ) অ্যাথলেটিকস। আরেক বোন কাজী শামীমাও জাতীয় অ্যাথলেট ছিলেন ।
জাহেদা আলী খেলাধুলা থেকে অবসর নেবার পর সংগঠক হিসেবেও কাজ করেছেন বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাসহ বেশ কিছু সংগঠনে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিবও (মন্টু) গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
