ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১২:৫৬:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উত্তর সিটিতে ২৭ স্থানে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৯ এএম, ৬ মে ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ২৭টি স্থানে ডেঙ্গুর পরীক্ষা শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ১১ই মে থেকে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত পাঁচটি নগর মাতৃসদন ও ২২টি নগর স্বাস্থ্যকেন্দ্রে এ কার্যক্রম চলবে। বিজ্ঞপ্তিতে উত্তর সিটি আরও জানিয়েছে, পরীক্ষার ফল জানা যাবে সঙ্গে সঙ্গে।

এছাড়া, ডেঙ্গুর প্রকোপ থেকে নগরবাসীকে রক্ষা করতে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে ১৬ই মে থেকে ১০ দিনব্যাপী প্রতিটি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হবে। পাশাপাশি ১০ই মে থেকে উত্তর সিটির আওতাধীন বাসাবাড়ি, ভবন ও প্রতিষ্ঠানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বরা হয়েছে, পরিচ্ছন্নতা অভিযান চলাকালে ডেঙ্গু উপযোগী পরিবেশ ধ্বংস করা হবে। একইসঙ্গে এডিস মশার বংশবিস্তারের উপযোগী পরিবেশ পাওয়া গেলে অর্থদণ্ড বা কারাদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে।

-জেডসি