ঢাকা, মঙ্গলবার ০৭, মে ২০২৪ ১৩:৩৫:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনার উপসর্গ নিয়ে আরও এক সাংবাদিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২১ পিএম, ৬ মে ২০২০ বুধবার

সাংবাদিক মাহমুদুল হাকিম অপু

সাংবাদিক মাহমুদুল হাকিম অপু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন দৈনিক সময়ের আলো পত্রিকার আরেক সাংবাদিক মাহমুদুল হাকিম অপু (ইন্না...রাজিউন)। তিনি পত্রিকাটিতে শিফট ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

আজ বুধবার ভোরে বনশ্রীর ভাড়া বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

মাহমুদুল হাকিম অপুর পারিবার সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে জ্বর ও কাঁশির উপসর্গ নিয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন। দুই-তিনদিন আগে তার অবস্থার উন্নতি ঘটে। আজ বুধবার ভোরে সাহরির জন্য ডাকতে গিয়ে তাকে মৃত অবস্থায় পান তার পরিবারের সদস্যরা।

এ বিষয়ে সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘মাহমুদুল হাকিম অপু করোনার উপসর্গ নিয়ে বাসায়ই ছিলেন। আজ ভোর রাতে তার স্ত্রী সাহরি খাওয়ার জন্য তাকে ডাকতে গেলে দেখতে পান, তার স্বামী বেঁচে নেই।’

এর আগে, গত ২৮ এপ্রিল পত্রিকাটির সিটি এডিটর ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

হাবিবুর রহমান বলেন, ‘আমাদের পত্রিকার খোকন ভাই মারা যাওয়ার পর অন্ততপক্ষে পাঁচজনের করোনা পজিটিভ এসেছে। এ ছাড়াও অনেকে করোনা উপসর্গ নিয়ে বাসায় আইসোলেশনে আছেন।’