ঢাকা, শনিবার ২০, এপ্রিল ২০২৪ ১৪:০০:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাড়ি থেকে করোনার নমুনা সংগ্রহ অব্যাহত আছে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৪ পিএম, ৬ মে ২০২০ বুধবার

বাড়ি থেকে করোনার নমুনা সংগ্রহ অব্যাহত রয়েছে

বাড়ি থেকে করোনার নমুনা সংগ্রহ অব্যাহত রয়েছে

করোনা শনাক্তে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘যারা বাইরে বেরিয়ে আসতে পারছেননা, বিশেষ করে সিনিয়র সিটিজেন, গুরুতর অসুস্থ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অগ্রাধিকার দিয়ে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করা হবে।’
আজ বুধবার করোনাভাইরাস নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব তথ্য জানান।
নাসিমা সুলতানা বলেন, ‘রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। আইইডিসিআর আগে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করত। এ কার্যক্রম অব্যাহত আছে। তবে এখন থেকে এর নিয়ন্ত্রণ করছে স্বাস্থ্য অধিদফতর।’
নমুনা সংগ্রহের বুথের সংখ্যা অনেক বেশি বাড়ানো হবে উল্লেখ করে তিনি বলেন, ‘নমুনা সংগ্রহের বুথও তৈরিতে সহায়তা দিচ্ছে ব্র্যাক। এ পর্যন্ত ব্র্যাক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৪টি বুথ তৈরি করেছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ৩টি বুথ, শেখ ফজিলাতুন্নেসা মেমোরিয়াল স্পেশাল হাসপাতালে ১টি বুথ তৈরি করা হয়েছে। তাছাড়া ওভাল গ্রুপের ১টি প্রতিষ্ঠান বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ করছে। তাদের বুথ নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও ঢাকা শহরের তিতুমীর কলেজে ১টি বুথের মাধ্যমে সার্ভিস দিচ্ছে। আমরা সাহায্য চাইলে তারাও বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে থাকে। এই বুথ তৈরির কার্যক্রম চলমান রয়েছে। সবারই হাতের নাগালে যেন বুথগুলো যায়– এভাবেই স্বাস্থ্য অধিদফতর পরিকল্পনা করছে।’
নাসিমা সুলতানা বলেন, ‘আইইডিসিআরকে আরও অন্য কার্যক্রমের মধ্যে সংযুক্ত করা হয়েছে। তারা গবেষণা ও মান নিয়ন্ত্রণ দেখছে। তারা নমুনা সংগ্রহ কার্যক্রমও অব্যাহত রেখেছে। আমাদের কোনো কার্যক্রমই বন্ধ বা স্থগিত নাই। বাড়ি বাড়ি গিয়ে নমুনা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে। ’