ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১৩:৪৯:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ঈদ উপলক্ষে নিউ মার্কেটও খুলছে না

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৮ পিএম, ৬ মে ২০২০ বুধবার

ঈদ সামনে রেখে নিউ মার্কেটও খুলছে না

ঈদ সামনে রেখে নিউ মার্কেটও খুলছে না

রোজার ঈদ সামনে রেখে সরকার আগামী রোববার থেকে সীমিত পরিসরে শপিংমল খোলার অনুমতি দিয়েছে। তবে খুলছে না রাজধানীবাসীর কেনাকাটার অন্যতম কেন্দ্র নিউ মার্কেট। করোনার সংক্রমণ রোধে অভিজাতদের কেনাকাটায় পছন্দের শীর্ষে থাকা বসুন্ধরা শপিংমল এবং যমুনা ফিউচার পার্কও না খোলার সিদ্ধান্ত নিয়েছে আগেই।

দোকান খোলা নিয়ে আজ বুধবার নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি ও নিউ মার্কেট দোকান মালিক সমিতি ভার্চুয়াল মিটিং করে।

নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আশরাফ উদ্দিন বলেন, ‘পরিবহন বন্ধ, আমরা দোকান খুলে কি করবো। পরিবহন বন্ধ থাকলে মিরপুরের একজন ক্রেতা দোকানে আসতে পারবেন না। সংক্রামণ বাড়তে থাকলে দোকান খুলে কি করব।’

আশরাফ উদ্দিন আরও বলেন, ‘আমার একজন দোকানি যদি আক্রান্ত হয় এই দায়ভার কে নেবে? তারপরও সংক্রামণ যদি কমতে থাকে এবং নিউমার্কেটের আশপাশের দোকান খুলে দেয় তখন ভেবে দেখা যাবে।’

এর আগে একই সিদ্ধান্তের কথা জানায় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ।

গত ৪ মে জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের নির্দেশনা পাঠিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ঈদুল ফিতরকে সামনে রেখে বেশ কয়েকটি শর্ত মেনে আগামী ১০ মে থেকে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হয়েছে। ওই দিন থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশের শপিংমলগুলো খোলা রাখা যাবে।