ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১৫:৩৮:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনাভাইরাস: ঢাকার যেসব এলাকা সুপার রেড জোন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস বর্তমানে ৬৪ জেলাতেই ছড়িয়ে পড়েছে। তবে সব থেকে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন ঢাকাতেই। শুধু তাই-ই নয় মৃত্যুতেও সেঞ্চুরি হাঁকিয়েছে ঢাকা। এরমধ্যে ঢাকার সুপার রেড জোনে রয়েছে তিন এলাকা।

জানা গেছে, সর্বোচ্চ রাজারবাগে ১৯৯ জন, কাকরাইল ১৬৪ জন এবং যাত্রাবাড়ীতে ১৫৯ জন আক্রান্ত। এরপরেই আছে মুগদা ১৪৯, মহাখালী ১২৭, মোহাম্মদপুর ১১৫, লালবাগ ৯৩, তেজগাঁও ৮৯। রাজধানীর মোট ১৮১টি এলাকাই এখন আক্রান্ত।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) প্রকাশিত প্রতিদিনের পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, গত ৮ মার্চ থেকে ৬ মে পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মোট রোগীর মধ্যে সর্বোচ্চ ১০০ জন রাজধানীর। ঢাকার বাইরে ঢাকা বিভাগে আরো ৫৬ জনের অর্থাৎ ঢাকা বিভাগেই ১৫৬ জনের মৃত্যু হয়েছে। শতাংশের হিসাবে মোট মৃতের প্রায় ৮৪ শতাংশ ঢাকা বিভাগের।

আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ আট হাজার ৩৫ জন আক্রান্ত হয়েছেন অর্থাৎ মোট আক্রান্তের ৮৩ দশমিক শূন্য ৫ শতাংশ। ঢাকা বিভাগের মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ পাঁচ হাজার ৬৭৪ জন (৫৮ দশমিক ৬৫ শতাংশ) এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় দুই হাজার ৩৬১ জন (২৪ দশমিক ৪০ শতাংশ) আক্রান্ত হন। অবশিষ্ট সাত বিভাগ মিলিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ৬৮৪ জন।

করোনাভাইরাসে আক্রান্ত সর্বমোট মৃত ১৮৬ জনের মধ্যে ১০০ জন রাজধানী ঢাকায়। এছাড়া ঢাকা জেলায় ৩ জন, কিশোরগঞ্জে ১, মাদারীপুর ২, নারায়ণগঞ্জ ৪১, মুন্সিগঞ্জ ৪, নরসিংদী ১, টাঙ্গাইল ৩, শরীয়তপুর ১।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

-জেডসি