ঢাকা, শুক্রবার ২৬, এপ্রিল ২০২৪ ১৫:৪৮:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা টেস্টে ‘নেগেটিভ’, শ্বাসকষ্টে মারা গেলেন সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৭ এএম, ৮ মে ২০২০ শুক্রবার

আসলাম রহমান

আসলাম রহমান

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার অপরাধ বিষয়ক সাংবাদিক আসলাম রহমান (৫০)। আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক আসলাম কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার। গতকাল বুধবার রাজধানীর মুগদা হাসপাতালে তার করোনা পরীক্ষা করা হয়। রিপোর্টে তা নেগেটিভ আসে।

ভোরের কাগজ পত্রিকা আরেক অপরাধ বিষয়ক সাংবাদিক ও আসলামের সহকর্মী জিদনী রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগের টেস্টে রিপোর্ট নেগেটিভ এসেছিল।’

ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) একাধিক নেতা আসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে স্থাপিত করোনা ইউনিটে দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই সাংবাদিক আসলামের মৃত্যু হয়। ইসিজি করে তাকে মৃত পাওয়া গেছে।’

জ্বর ও শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হওয়ায় সাংবাদিক আসলামের নমুনা সংগ্রহ করা হবে কি না জানতে চাইলে রিয়াজ বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। তবে পরিবার চাইলে ফরম পূরণ করে আগামীকাল নমুনা সংগ্রহ করা হবে।’

এ ব্যাপারে আসলামের সহকর্মী জিদনী বলেন, ‘আবারও তার নমুনা সংগ্রহ করে টেস্ট করার ব্যবস্থা করা হচ্ছে।’

দৈনিক ভোরের কাগজের অপরাধ বিষয়ক সাংবাদিক আসলাম রহমান ক্র্যাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন।