ঢাকা, শুক্রবার ২৯, মার্চ ২০২৪ ১৩:৪১:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাবি’র সাংবাদিকতা বিভাগের ছাত্রী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৪ পিএম, ১১ মে ২০২০ সোমবার

রাবি’র সাংবাদিকতা বিভাগের ছাত্রী করোনায় আক্রান্ত

রাবি’র সাংবাদিকতা বিভাগের ছাত্রী করোনায় আক্রান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক ছাত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সোমবার রাত ৮টার দিকে করোনা পজেটিভ আসার বিষয়টি সেল ফোনে জানান ওই ছাত্রী।

জানা গেছে, গত শনিবার ওই ছাত্রীর বাবার করোনা পজেটিভ আসে। পরে পরিবারের সবার করোনা পরীক্ষা করা হয়। এতে ওই ছাত্রীর করোনা পজেটিভ রিপোর্ট আসে। তবে তার মা ও বড় ভাইয়ের করোনা নেগেটিভ এসেছে।

আক্রান্ত শিক্ষার্থী বলেন, ‌‘বাবার করোনা পজিটিভ হবার পরই আমরা নিজ উদ্যোগে করোনা টেস্ট করাই। আজ সকালে আমার রিপোর্ট পজেটিভ এসেছে। তবে আম্মা ও ভাইয়ের নেগেটিভ এসেছে। করোনার সব লক্ষণ আমার শরীরে আছে।’

নাম প্রকাশ না করার শর্তে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগেরে একজন সহকারী অধ্যাপক বলেন, শুনেছি আমাদের বিভাগের এক ছাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। পরীক্ষা করার পর তার ফল পজেটিভ এসেছে। তবে কোন ছাত্রী তা আমি এখনও জানি না।