ঢাকা, বৃহস্পতিবার ১৮, এপ্রিল ২০২৪ ২০:১৫:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আম-লিচু বাজারে আনতে সভায় বসছে সরকার

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ১৩ মে ২০২০ বুধবার

আম-লিচু বাজারে আনতে সভায় বসছে সরকার

আম-লিচু বাজারে আনতে সভায় বসছে সরকার

করোনাভাইরাস মহামারির মধ্যে লকডাউনেও আম, লিচুসহ অন্যান্য মৌসুমি ফল সুষ্ঠুভাবে বাজারজাত করার পথ খুঁজতে সংশ্লিষ্টদের নিয়ে সভায় বসছে সরকার। আগামী শনিবার বেলা ১১টায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এই ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। কৃষি সচিব মো. নাসিরুজ্জামানের সঞ্চালনায় ওই সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিশেষজ্ঞ, কর্মকর্তা, ফল চাষী, ফল ব্যবসায়ী, আড়তদার এবং সংশ্লিষ্ট সমিতির প্রতিনিধিদের যুক্ত করা হবে।

আম, লিচুসহ অন্যান্য মৌসুমি ফল ইতিমধ্যে বাজারে উঠতে শুরু করেছে। আমের প্রধান উৎপাদনস্থল দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় কোন জাতের আম কবে গাছ থেকে নামানো যাবে-সেই সময়ও নির্ধারণ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘পরিবহন করতে না পারলে চাষী ও ব্যবসায়ীরা বড় বিপদে পড়বেন। মূলত তাদের কীভাবে সহায়তা করা যায় সবার সঙ্গে কথা বলে সেই উপায় বের করা হবে। আম, লিচু, কাঁঠালসহ কোনো মৌসুমি ফল যেন বিপণনের দেরির কারণে নষ্ট না হয়, সে দিকে লক্ষ্য রেখেই পরিকল্পনা নেওয়া হবে।’

প্রয়োজনে ‘সরকারি চেইনে’ এবারের মৌসুমি ফল সারা দেশে সরবরাহের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।