ঢাকা, বৃহস্পতিবার ২৫, এপ্রিল ২০২৪ ১৯:০২:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডিএনসিসির যে সাত স্থানে করা যাবে করোনার পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৬ পিএম, ১৪ মে ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাগরিক সুবিধার্থে আজ বৃহস্পতিবার থেকে ঢাকা উত্তর সি‌টি ক‌র্পো‌রেশন (ডিএনসিসি) এলাকার ৭টি স্থানে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা শুরু হয়েছে। এ জন্য ডিএনসিসি এলাকায় ৭টি বুথ স্থাপন করা হয়েছে।

এসব বুথে বেসরকারি সংস্থা ব্যাশু‌কের তত্ত্বাবধা‌নে সকাল ৯টা হ‌তে দুপুর ১২টা পর্যন্ত কো‌ভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা হ‌বে। বু‌থে সংর‌ক্ষিত সরকার ‌নির্ধারিত ফরম সরাস‌রি পূরণ সা‌পে‌ক্ষে চেক‌লিস্ট অনুযায়ী নির্বা‌চিত রোগী‌দের নমুনা সংগ্রহ করা হ‌বে।

বুথগুলো হচ্ছে- উত্তরা ৬ নম্বর সেক্টরের ১৩/ডি সড়কে অবস্থিত উত্তরা কমিউনিটি সেন্টার, ডিএনসিসি চার নম্বর ওয়ার্ডে (মিরপুর-১৩) অবস্থিত ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মগবাজারের মধুবাগে অবস্থিত আসাদুজ্জামান খান কামাল কমিউনিটি সেন্টার, মিরপুর মাজার রোডের মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসোধসংলগ্ন ১০ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টার, দক্ষিণখানের আজমপুরের ইসমাইল দেওয়ান মহল্লায় অবস্থিত ৩২৫ হাজী ইসমাইল দেওয়ান রোড এবং উত্তরখানের ফজিরবাতানে অবস্থিত উত্তরখান জেনারেল হাসপাতাল।

-জেডসি